Friday, May 20, 2016

খুলনা ভ্রমণ


খুলনা জেলা  বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের  খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত ছাড়াও খুলনা জেলায় রয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য অন্যদিকে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যে খুলনার সুখ্যাতি সর্বজনবিধিত ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে  / ঘন্টা  
অবস্থানঃ খুলনা জেলার উত্তরে গোপালগঞ্জ নড়াইল, পশ্চিমে যশোর   দক্ষিনে বঙ্গোপসাগর অবস্থিত
যাতায়াত পদ্ধতি 
ঢাকা থেকে খুলনা  সাধারনত সড়ক পথেই যাতায়াত  করা হয়ে থাকে। ঢাকা থেকে খুলনা জেলায় সড়ক পথে যাতায়েত করতে সময় লাগে থেকে ৯ঘন্টা, তবে ফেরী পারাপারের সময় যানজট থাকলে সময় বেশী লাগে। অনেকে আবার সড়ক পথ ছাড়াও ট্র্রেনে যাতায়াত করে থাকে
ফেরী পারাপার

ফেরী পারাপার

ঢাকা থেকে খুলনার  ভাড়া

গাবতলী সায়েদাবাদ টার্মিনাল  থেকে বেশ কয়েকটি বাস খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়। সব বাস গুলোর মধ্যে পর্যটক পরিবহন, দিগন্ত পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সুন্দরবন সার্ভিস প্রা: লিদ্রুতি পরিবহন, আরা  পরিবহন সোহাগ পরিবহন অন্যতম। নিচে কয়েকটি বাসের ভাড়া দেওয়া হল

গন্তব্য ভাড়া

গন্তব্য
ভাড়া
খুলনা
৪০০/-
রায়েন্দা
৫২০/-
সোনাডাংগা
৪২০/-

গন্তব্য ভাড়া

গন্তব্য
ভাড়া (টাকা)
মংলা
৩০০ টাকা
ফকিরহাট
৩০০ টাকা
খুলনা
৩০০ টাকা

ট্রেনে ভ্রমণ  

কমলাপুর রেল ষ্টেশন থেকে যমুনা সেতু  হয়ে খুলনা  ট্রেন যোগে ভ্রমণ করা যায়। এই রুটের ট্রেন গুলোর মধ্যে চিত্রা, তূর্ণা সুন্দরবন এক্সপ্রেস এর মধ্যে অন্যতম 
ট্রেনের নাম
ভাড়া
সুন্দরবন এক্সপ্রেস
মোবাইল নম্বর:+৮৮- ০১৭১১-৬৯১৬১২, ০২-৯৩৩১৮২২
৩৫০ টাকা থেকে ৭০০ টাকা

যাত্রা পথে চোখে পড়বে  

ঢাকা থেকে খুলনা  যাওয়ার পথে সাভার স্বৃতিসৌধ, সাভার ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় , মানিকগঞ্জ, ফরিদপুর, যশোর, গোপালগঞ্জ, নড়াইল জেলার বিভিন্ন দর্শণীয় স্থান চোখে পড়বে

আবাসিক হোটেল

#############

Hotel Castle Salam 
G-8, K.D.A. Avenue, Khulna-9000, Bangladesh
Phone: 880-41-720160, 880-41-732790, 880-41-732791, 880-41-732792 
01711-397607
SINGLE: 1000+VAT

#############

HOTEL JALICO
Jalil Tower 77, Lower Jessore Road, Khulna-9100,
Bangladesh.
Phone: +880-41-283962, 811883, 810933, 725912
Mobile:+880-175-743477

#############

Southern Hotel in Khulna
B/7, Majid Saroni Road Sonadanga, Khulna, Bangladesh
AC Single: 1000
Hotel Booking  01833-428217
Single A/C: 950-1300+VAT

#############

Hotel Royal International
A-33, K.D.A. Avenue, Khulna-9100, Bangladesh
Tel: 041-721638-9, 813067-9; Mobile: 01190-856013, 01718-679900
Royal Standard Single: 1200

#############

Western Inn International
51, Lower Jessore Road, Khulna-9100
Bangladesh
Phone: +88-041-810899, 810928, 724754, 720637
Deluxe Room (Single) 1500+VAT

#############

Hotel Titan International
6, Islampur Road, Satraster More
KDA Avenue, Khulna-9100
Bangladesh

Telephone: 
+880412833750 
+880412833751



#############

Hotel Millennium
B-4, Majid Sarony
KDA C/A, Khulna-9000 
Bangladesh

Telephone: 
+88041-733091-92 
+88041-731293-94




দর্শণীয় স্থান

খুলনা জেলায় অনেক দর্শণীয় স্থান  রয়েছে। যে স্থান গুলো প্রতিনিয়ত দর্শকদের আকর্ষণ করে থাক। নিচে স্থান গুলোর নাম দেওয়া হল।
 
সুন্দরবন  

সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে বিশ্বের সর্ববৃহৎ বনভূমি সুন্দরবন। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে




দক্ষিণডিহি  
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূণ্যস্মৃতিবিজড়িত স্থান দক্ষিণডিহি। ফুল,ফল আর বিচিত্র গাছগাছালিতে ঠাসা সৌম্য-শান্ত গ্রাম দক্ষিণডিহি। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ফুলতলা উপজেলা। উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে গেলে দক্ষিণডিহি গ্রাম। গ্রামের ঠিক মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র-মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি

পিঠাভোগ 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরএর পূর্ব পুরুষের নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্ব পুরুষের ভিটার ভিত্তিপ্রস্তরের সন্ধান পাওয়া গেছে। এখানে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিবছর এখানে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

 
রাড়ুলী

বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় (পি,সি,রায়)– এর জন্মভূমি। ১৮৬১ সালের আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রাড়ুলীতে স্যার পি.সি. রায় জন্ম গ্রহণ করে ছিলেন
পি,সি,রায় ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনিক শিল্পী। সমাজ সংস্কারে মানবতা বোধে উজ্জীবিত ছিলেন তিনি। তদানিন্তন সময়ে পল্লী মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায় ব্যাংক পদ্ধতি চালু করেন। ১৯০৯ সালে নিজ জন্মভূমিতে কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। চারটি গ্রামের নাম মিলে ১৯০৩ সালে বিজ্ঞানী স্যার পি,সি,রায় দক্ষিণ বাংলায় প্রথম আর,কে,বি,কে হরিশচন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান করেন
সেনহাটি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রাম কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান। বাংলা সাহিত্যে কবিরদুটি কবিতাশীর্ষক ক্ষু্দ্র কবিতাটি কালজয়ী স্থান পেয়েছে।যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতিকিংবাচিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বূঝিতে পারেকবিতা বাঙালি জীবনে অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত
বকুলতলা,জেলা প্রশাসকের বাংলো

বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর স্মৃতিধণ্য খুলনার জেলা প্রশাসকের বাংলো। ১৮৬০-১৮৬৪ সাল খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর থাকাকালীন সময়ে এই বাংলোই ছিল তাঁর বাসস্থান। ভৈরব নদের তীরে অবস্থিত এই বাংলোর বকুলতলায় বসেই কবি রচনা করেছিলেন তাঁর বিখ্যাত উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম প্রেমের উপন্যাসকপালকুন্ডলা
Rupsha Bridge

Rupsha Bridge