Waterfall Name: Baklai Waterfall
Latitude: N21 52 05.8
Longitude: E92 31 04.2
আমার নিজের যাবার ইচ্ছে নাই এখানে, কিন্তু কেউ যদি যেতে চায় বিস্তারিত দিয়ে দিলাম, দেখে নিন-বাকলাই ফলস, বান্দারবান
ফলসটা এত উপর থেকে পরে যে গাইড আর স্থানীয়রা বলে পানি নাকি সব নামতে নামতে হারিয়ে যায়। জাদিপাই থেকে আরো ৮/৯ ঘন্টার হাটার রাস্তা। বিকল্প রুট দিয়ে দিলাম। দেখে নিন।
ফলসটা এত উপর থেকে পরে যে গাইড আর স্থানীয়রা বলে পানি নাকি সব নামতে নামতে হারিয়ে যায়। জাদিপাই থেকে আরো ৮/৯ ঘন্টার হাটার রাস্তা। বিকল্প রুট দিয়ে দিলাম। দেখে নিন।
Baklai waterfall is situated near (1.4
kilometer Arial , bearing 170˚ true) of Baklai Para, Mouza- Naiting , PS-
Thanchi , District – Bandarban. Basically the Baklai Para Have been named after
the waterfall.
The height of the Baklai Waterfalls is
approximately 370 feet, from the first drop to cascades. So the height could be
increased if the cascade also include with the height.
কিভাবে যাবেন?
ঢাকা থেকে বান্দারবান সরাসরি বাসে যাওয়া যাবে- হানিফ, শ্যামলি, এস. আলম
চট্রগ্রাম থেকে যেতে চাইলে বদ্দারহাট টারমিনাল থেকে পুরবী, পুরবানীতে যেতে পারেন।
চট্রগ্রাম থেকে যেতে চাইলে বদ্দারহাট টারমিনাল থেকে পুরবী, পুরবানীতে যেতে পারেন।
ঢাকা থেকে সরাসরি বান্দরবান রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম তারপর সেখান থেকে পূরবী বা পূবার্নী বাসযোগ সরাসরি বান্দরবান যাওয়া যায়।
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনসমূহ:
-মহানগর প্রভাতী
-তূর্ণা নিশীথা
ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান; অথবা ডাইরেক্ট বান্দরবান যাওয়া যায়।
রুটঃ
১. বান্দারবান-চান্দের গাড়িতে/৪ হুইল জিপে করে থানছি আসতে হবে লাগবে ৩২০০+ টাকা
২. লাগবে ৪.৩০-৫.০০ ঘন্টা
৩. থানছি থেকে ট্রেক্কিং শুরু করতে হবে
২. লাগবে ৪.৩০-৫.০০ ঘন্টা
৩. থানছি থেকে ট্রেক্কিং শুরু করতে হবে
কই থাকবেন?
১. বান্দারবানে হোটেল ২০০-২৫০ টাকা পার পার্সন
২. থানছি তে থানা রেস্ট হাউজ আছে ৭০-৮০ টাকা পার পার্সন
২. থানছি তে থানা রেস্ট হাউজ আছে ৭০-৮০ টাকা পার পার্সন
বান্দরবন সিটিতে কোথায় থাকবেন তার হোটেল লিস্টি দিয়ে দিলাম কিছু-
হোটেল ফোর স্টার : (বান্দরবান সদর)
সিঙ্গেল ৩০০ টাকা, ডাবল- ৬০০, ট্রিপল ৯০০ টাকা, এসি ডাবল- ১২০০ টাকা।, এসি ট্রিপল ১৫০০ টাকা।
Phone: 0361-63566, 0361-62466, 01813278731, 01553421089
হোটেল থ্রী স্টার : এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮/১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-২৫০০ টাকা, এসি-৩০০০ টাকা। বুকিং ফোন: থ্রী স্টার এবং ফোর ষ্টার হোটেল মালিক একজন, মানিক চৌধুরী-০১৫৫৩৪২১০৮৯।
হোটেল প্লাজা বান্দরবান: (সদর) Hotel Plaza Bandarban
Single 400tk, Double 850tk, AC 1200tk.
Booking Phone: 0361-63252
হোটেল গ্রিন হিলঃ (বান্দরবান সদর) Hotel Green Hill
Single 200tk, Double 350tk, Triple 500tk
Phone: 0361-62514, Cell: 01820400877
হোটেল হিল বার্ড (বান্দরবান সদর) Hotel Hill Bird
Single 250tk, Double 400tk, Triple 550tk
Phone: 0361-62441, Cell: 01823346382
হোটেল পূরবী (বান্দরবান সদর) Hotel Purobi
AC Deluxe 1400tk, AC Room 1200tk, General Single 259tk,
General Double 460tk, General Triple 600tk, General Couple 400tk
Phone: 0361-62531, Cell: 0155 6742434
অথবা On other place you have to
manage your place at the tribal villages. Pay around 50- 60 taka per person.
At Baklai try to stay at any “Joom
Ghar” opposite to
Waterfall to get better view and excitement. As it takes lot of time to trek to
the top to bottom of the Waterfall, stay at “Joom Ghar” will help you to manage time.
No comments:
Post a Comment