Saturday, June 13, 2015

জীবন মানেই জী বাংলা

ইদানিং ফেসবুকে ঢুকলে মেজাজ খারাপ হয়। কেন খারাপ হয়? নিউজফিড ভরা বিছানাকান্দি, সাজেক, হামহাম, আর টপ লিস্টের নতুন সংযোজন ডিম পাহাড়ের ছবি (হালকা বদ হজমের সমস্যা আছে বস)। এত্ত সুন্দর দেশটাতে ঘুরার আর কোন জায়গা নাই?

আপনি বা আপনারা সবাই দল বেধে একটা জায়গায় যেতেই পারেন। সমস্যাটা কি? কুল বস বুঝিয়ে বলতেছি.....
সাধারনত বিয়েতে চার-পাঁচ দিনের একটা অনুষ্ঠান হয়। আপনার বাসার কোন বিয়ের অনুষ্ঠানে, আপনার নিকট আত্মীয় স্বজন নিশ্চয় আপনার বাসাতেই নোঙর ফেলবে। তাদের যেতে যেতে বিয়ের পরে আরও সাতদিন। তখনকি আপনার বাসার স্বভাবিক অবস্থা বজায় থাকবে? আর দু-একজন তখন ঘাপটি মেড়ে আপনার বাসায় অতিথি হয়ে বসে থাকলে আপনার মুখের দিকে তাকানো যাবে? তাকে আপনার খুন করতেও ইচ্ছে হতে পারে। আমরা প্রায় সারা বছরই জায়গাগুলোকে বিয়ে বাড়ি বানিয়ে রাখছি। বুঝেন তাইলে আমরা প্রকৃতির কাছে বেড়াতে গেলে অতিথি হয়েই যাই। 

সবাই এক সাথে দল বেধে, বর যাত্রী সেজে, একটা জায়গাতেই গেলে জায়গাটার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।
প্রমাণ হিসেবে রাতারগুলের কথাই ধরুন। মাইকে সিলাকি জাওয়ানা, মুন্নিকী বদনামী বাজিয়ে পিকনিক করে, ট্রাভেলার/টুরিস্টের অতিরিক্ত চাপে রাতারগুল এখন স্ট্রক করে প্যারালাইজড রোগীর মত অাসিইউ ভর্তি হয়ে আছে।

আমাদের দেশ আমরাই ঘুরে বেড়াবো। তবে দুইটা-তিনটা জায়গাতেই সবাই এক সাথে কেন? আপনার পরিচিত কেউ যখন বান্দরবান যাবে, আপনি একটু তেঁতুলিয়া ঘুরে আসেন। পরের বার কেউ সিলেট গেলে আপনি একটু সাতক্ষীরা যান। রাতারগুল, সাজেক, ডিম পাহাড়, হামহাম, বিছানাকান্দি, বগা লেকের মধ্যেই কেন আমরা সীমাবদ্ধ।

ঘুরতে বের হবার আগে দেখার মত চোখ দরকার। ঐ চোখটা থাকলে দেখবেন, এই ছোট্ট দেশটায় ঘুরে দেখার জায়গার শেষ নাই। কাধে ক্যামেরা নিয়ে সেলফি তুলে একদিনে হামহাম, লাউয়াছড়া, বিছনাকান্দি। দুই দিনে সাইকেলে ক্রস কান্ট্রি এসব হেডম গিরি কইরা, ছাগলামি দেখায়া লাভ নাই।

ঘুরতে বেড়িয়ে ঝরনার পাশে বসে যদি ঝরনার শব্দটাই না শুণবেন, ঝরনায় গা এলিয়ে শান্তিতে দুদন্ড দাড়িয়েই না থাকবেন, কারবাড়ির ঘরে দুই-এক রাত না কাটাবেন, গাধুলি-সূর্যাস্থ বেলায় পাহাড়ের সৌন্দর্য দেখার সময়ই না থাকবে, তাইলে ঘুরতে বের হইয়া লাভ নাই বস জী-বাংলা দেখেন।

জানেন তো, জীবন মানেই জী বাংলা....

-Himu Central Jail


No comments:

Post a Comment