Tuesday, August 9, 2016

সাজেক ভ্রমণের এন্ড্রয়েড এপ্লিকেশন গাইড

সাজেক ইউনিয়ন (ইংরেজি: Sajek Union), বাঘাইছড়ি উপজিলার রাঙামাটি জিলায়। আয়তন: ৪৩,৭৭৬ একর (বর্গ কিলোমিটার)।
খাগড়াছড়ির দিঘীনালা থেকে মারিশ্যা রাস্তার উপর দিয়ে কাচালাং পার হয়ে মাচালাং হয়ে রুইলুই পাড়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালীতে আসতে হবে। সাজেকে কি আছে যা নিয়ে এত হাউ কাউ? সাজেকের পাহাড় চূঁড়া থেকে মিজোরামের লুসাই পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখে সকল ক্লান্তি ও কষ্ট নিমিষেই মিলিয়ে যায় ।

সাজেক সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এপ্লিকেশনটিতে।
  • কিভাবে যেতে হয়
  • কোন যাতায়াতের ভাড়া কেমন
  • সর্বমোট বাজেট কেমন লাগতে পারে
  • কোথায় থাকার ব্যবস্থা আছে
  • পাহাড়ি মাচায় থাকতে হলে কি করতে হবে
  • ট্যুর গাইডের জন্য
  • রিসোর্ট বুকিং এর জন্য কার সাথে যোগাযোগ করতে হবে –এই তথ্য গুলো আছে এপ্লিকেশনটিতে।

যারা সাজেক ঘুরে এসেছে তাদের মতামত, এবং সাজেক ঘুরতে গিয়ে আরো কোন কোন জায়গাগুলো দেখে আসতে পারেন, যা অনেকেই জানেন না সেসবের ঠিকানা দেয়া হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।

এপ্স ডাউনলোড লিঙ্কঃ Sajek Tour Guide (সাজেক গাইড)
এপ্সটি তৈরি করছেঃ Hello Tech

সাজেক নিয়ে আমার আগের ব্লগ দেখতে পারেন-

এছাড়াও খাগড়াছড়ি নিয়ে ব্লগ দেখে নিতে পারেন-
অথবা আমার পেইজে দেখতে পারেনঃ Rono’s Traveling
#baghaichori, #chittagong, #khagrachori, #sajek, #sajek valley, #সাজেক #rangamati #dighinala #rocksajek #runmoy #resort #sajekvalley

সাফাত আল মামুন রণ
০৯/০৮/২০১৬

No comments:

Post a Comment