জল জংগলের কাব্য, পুবাইল, গাজিপুর
টংগীর পুবাইলের পাইলট বাড়ির কথা হয়তো অনেকে জানেন। প্রাকৃতিক এক ভুমিকে অবিকৃত রেখে আরো প্রাকৃতিক করা হয়েছে ডিজাইনারের নিপুণ ছোয়ায়। জোছনা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন জল জঙ্গলের কাব্য থেকে। বিলের ওপর জোছনার আলো এক অন্য রকম অনুভূতি দিবে আপনাকে। অল্প খরচে সারাদিন ঘুরে আসার জন্য এর চেয়ে ভাল জায়গা হবে না। প্রাকৃতিক গাছপালা আর শান্তু বিলের পারে বসে কাটিয়ে দিন ১ টা দিন। ঢাকার আসে পাশে একদিনের মধ্যে ঘুরে আসার জন্যে এর থেকে ভালো জায়গা খুব কমই পাবেন।
Photo Credit: Mohibul Limon |
এক জোছনা
রাতে আগে
থেকে খবর
দিয়ে চলে
যান সেখানে। প্রাকৃতিক
গাছপালা আর
শান্তু বিলের
পারে বসে
কাটিয়ে দিন
১ টা
দিন।
হারিয়ে যাবার আগেই যারা আরো কিছুদিন ছুঁয়ে দেখতে চান অনাবিল সবুজ, মাছের দেখা নাই তবু বড়শি হাতে বসে থাকতে চান নিস্তরঙ্গ দুপুরে তাদের জন্য অপেক্ষায় আছে জল জঙ্গলের কাব্য ।এক নিভৃতচারী মানুষের স্বপ্নসাধ বলা যায় এই আয়োজন, ঢাকার অদূরে পূবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে উঠেছে একটুকরো গ্রাম। বাঁশ আর পাটখড়ির বেড়া ,উপরে ছনের ছাউনি, সামনে দিগন্ত বিস্তৃত জলের নাচন। এটা তেমন আধুনিক জায়গা নয় কিন্তু পরিচ্ছন্ন এবং গ্রাম-বাংলার একটা ছোয়া আছে এর আদলে।
হারিয়ে যাবার আগেই যারা আরো কিছুদিন ছুঁয়ে দেখতে চান অনাবিল সবুজ, মাছের দেখা নাই তবু বড়শি হাতে বসে থাকতে চান নিস্তরঙ্গ দুপুরে তাদের জন্য অপেক্ষায় আছে জল জঙ্গলের কাব্য ।এক নিভৃতচারী মানুষের স্বপ্নসাধ বলা যায় এই আয়োজন, ঢাকার অদূরে পূবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে উঠেছে একটুকরো গ্রাম। বাঁশ আর পাটখড়ির বেড়া ,উপরে ছনের ছাউনি, সামনে দিগন্ত বিস্তৃত জলের নাচন। এটা তেমন আধুনিক জায়গা নয় কিন্তু পরিচ্ছন্ন এবং গ্রাম-বাংলার একটা ছোয়া আছে এর আদলে।
Photo Credit: Enam Talukder Collected from Quamrul Islam |
Photo Credit: Enam Talukder
Collected from Quamrul Islam
|
Photo Credit: Enam Talukder
Collected from Quamrul Islam
|
Photo Credit: Enam Talukder
Collected from Quamrul Islam
|
অথবা ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান, আজিমপুর, মহাখালী থেকে গাজীপুর পরিবহন, ঢাকা পরিবহন, ভিআইপি পরিবহন ও বলাকা পরিবহনে শিববাড়ী চলে যাবেন। ভাড়া ৭০ টাকা। শিববাড়ী থেকে অটোরিকশায় ভাদুন (ইছালি) জল জঙ্গলের কাব্য রিসোর্ট। ভাড়া ৮০-১০০ টাকা।
Photo Credit: Ahmad Jamil |
Photo Credit: Ahmad Jamil |
Photo Credit: Ahmad Jamil |
** এখানে জনপ্রতি নেয়া হয় ৩০০০ টাকা নাস্তা, দুপুর ও রাতের খাবার সহ।
** শুধু দুপুর ও রাতে খাবার সহ ১৫০০ টাকা।
** দিন রাত থাকার জন্যে ৩০০০ টাকা।
** শিশু (৫-১০ বছর), কাজের লোক ও ড্রাইভার – ৬০০ টাকা জনপ্রতি।
যোগাযোগঃ
মিঃ কামরুলঃ ০১৯১৯-৭৮২২৪৫
মিঃ সাহেব আলিঃ ০১৭১৯-৫২৩০১৬
গেট দিয়ে
ঢুকতেই সামনে
একটু খালি
জায়গা, গাড়ী
রাখার জন্য। প্রথম
দর্শনে খুব
একটা চমতকৃত
হলাম না, কিন্তু ভিতরে ঢুকলেই বুঝবেন খুব ছিমছাম নিরিবিলি এই রিসোর্ট।
Photo Credit: Ashiful Islam |
Photo Credit: Ashiful Islam |
Photo Credit: Ashiful Islam |
একজন এটেন্ডেন্ট
এসে নাম
পরিচয় জিজ্ঞেস
করে বলল,
আসেন আমার
সাথে।
সরু গ্রামের
পথ দিয়ে
অল্প একটু
হাঁটার পরেই
একটা ঘরে
বসতে বলল,
পাটশোলার ঘর,
একটা খাট
আছে, দুসেট
সোফা, আরেকটা
ডিভান টাইপ,
ঘরের চারদিকে
খোলা।
পুরা ঘর
এবং ঘরের
চারপাশে পরিস্কার
পরিচ্ছন্নতার ছাপ
এবং শান্তির
ছাপ।
Photo Credit: Shamseer Md. Saiful Aziz |
খাবার মেনুগুলো
দারুন : ভাত,
পোলাও, চালতা
দিয়ে ডাল,
মুরগির মাংশ,
রুই মাছ,
গুড়া মাছ,
তেতুল দিয়ে
কচুমুখি, আলু
ভর্তা, ডাল
ভর্তা, ঘন
ডাল আরো
বেশ কটি
আইটেম।
সকালের নাস্তায় থাকে চিতই পিঠা, গুড়, লুচি, মাংশ, ভাজি, চা, মুড়ি।
দুপুরের খাবারে থাকে ১০/১২ রকম দেশী আইটেম। মোটা চালের ভাত, পোলাও, মুরগির ঝোল, ছোট মাছ আর টক দিয়ে কচুমুখির ঝোল, দেশী রুই মাছ, ৩ রকমের ডাল, কয়েক রকমের ভর্তা এবং সবজি।
সকালের নাস্তায় থাকে চিতই পিঠা, গুড়, লুচি, মাংশ, ভাজি, চা, মুড়ি।
দুপুরের খাবারে থাকে ১০/১২ রকম দেশী আইটেম। মোটা চালের ভাত, পোলাও, মুরগির ঝোল, ছোট মাছ আর টক দিয়ে কচুমুখির ঝোল, দেশী রুই মাছ, ৩ রকমের ডাল, কয়েক রকমের ভর্তা এবং সবজি।
Photo Credit: Ashiful Islam |
Photo Credit: Ashiful Islam |
Photo Credit: Ahmad Jamil |
No comments:
Post a Comment