Saturday, April 4, 2015

বান্দরবনের ১১টি রুট প্ল্যান



আমি প্রথম বান্দরবন যাই ২০০৭ এ। তেমন কিছুই জানতাম না। Facebook ছিল না, ToB ও ছিল না। প্রথমবার এসে মেঘলা, নিলাচল/ টাইগার হিল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত, চিম্বুক দেখে ওয়াওওয়াও করতে থাকি। এগুলো সবই মুলত শহরেরআশেপাশে। সেবার ওইগুলো দেখেই পেটভরা গল্প নিয়ে ঘরেফিরি।

২য় বার এসে কেক্রাডং “জয়” করে বিজয়ী বেশে ঘরে ফিরি, এরপর বেশ কয়েকবার বার বান্দরবন গেছি, অনেক কিছুই দেখেছি। তবে আরও অনেককিছু এখনো দেখার বাকি রয়ে গেছে। তবে বান্দরবন এর আসল ঐশ্বর্য দেখতে হলে আপনাকে আরও একটু ভিতরে ঢুকতেহবে। ২/৩ দিন পাহাড়ে হাঁটাহাঁটিকরতে হবে। আমি এখন সেই পথের কথা বলব।

প্রথম বার বান্দরবন ভ্রমনের Tour Tips

যারা বান্দরবান যেতে চান তাদের জন্য কিছু জরুরী ফোন নাম্বার-
-চান্দের গাড়ীঃ জিয়া ড্রাইভারঃ ০১৮১২৫৭২৬৯১ ( ৪/৫ হাজার টাকা লাগে সারাদিন )।
-হোটেল সাঙ্গুঃ ০১৫৫৬৫২৯৫৮৭ (৫০০ থেকে ১০০০ টাকা প্রতি রাত।দরাদরি করে নিবেন। হোটেলের মান খুব ভালো)।
-হোটেল নিলগিরিঃ ০১৫৫৮৪২১৩১৯ ( ৩০০ থেকে ৫০০ টাকা প্রতি রাত, হোটেলের মান মোটামোটি, ভাই ব্রাদার মিলে থাকতে পারবেন আর কি!)
-যদি ৫০-৬০ জন গ্রুপ হয়ে যান তাহলে খাবার এর ব্যপারে যোগাযোগ করতে পারেন রুপসি বাংলা রেস্তোরায় ; ০১৮৪৯৮৮১৫৪০ (খাবারের মান ভালো)

এছাড়া আমার আরো কিছু ট্রাভেল ব্লগ/লগ দেখতে পারেন-

এখানে পাবেন কেওক্রাডাং কিভাবে যাবেন, আসবেন, খাবেন, থাকবেন নিয়ে বিস্তারিত আলাপ-সালাপ! সাথে থাকবে কিভাবে সাকা হফাং যাবেন সেই প্ল্যান। আশা করি ভালো লাগবে। 

আর এখানে পাবেন নাফাখুম-অমিয়াখুম-সাত ভাই খুম ভায়া তিন্দু-রেমাক্রি হয়ে কিভাবে ঢাকা আসবেন। এর মাঝে কিভাবে থাকবেন, খাবেন, যাবেন এই নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ারিং।  

চলে আসি এবার মূল পর্বে- 

বি.দ্র. এই ব্লগে কোন ছবি দিলাম না, কারন ছবি দিলে পড়ার উপর মনযোগ থাকবে না! 

ট্যুর প্লান-

দিন-১-ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক
দিন-২-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই
দিন-৩-বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া
দিন-৪-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৫-সাজাইপাড়া-সাতভাইখুম (ঝর্না)-আমিয়াখুম-নাইক্ষামুখ-সাজাইপাড়া
দিন-৬-সাজাইপাড়া-জিন্নাহপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৭-রেমাক্রি-বারপাথর(বড়পাথর)-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা ।

ট্যুর প্লান-

দিন-১-ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক
দিন-২-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই
দিন-৩-বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া
দিন-৪-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-নয়াচরনপাড়া
দিন-৫-নয়াচরনপাড়া-থানদুইপাড়া-সিমত্লাপিপাড়া-বোডিংপাড়া
দিন-৬-বোডিংপাড়া-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান-

দিন-১-ঢাকা-বান্দরবান-থানচি-বোডিংপাড়া
দিন-২-বোডিংপাড়া-তাজিনডং-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া
দিন-৩-থানদুইপাড়া-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-নয়াচরনপাড়া
দিন-৪-নয়াচরনপাড়া-থানদুইপাড়া-সিমত্লাপিপাড়া-বোডিংপাড়া
দিন-৫-বোডিংপাড়া-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান -

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -মংপ্রোপাড়া
দিন-২ মংপ্রোপাড়া- বড়তলী পাড়া- রাইক্ষাংপাড়া
দিন-৩ রাইক্ষাং ঝর্না-রুমানাপাড়া / সুংসাংপাড়া-
দিন-৪ সুংসাংপাড়া - জাদিপাই
দিন-৫ জাদিপাই- রুমা
দিন-৬ রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক রাতে ট্রেকিং করে দার্জিলিং বা পাসিংপাড়া
দিন-২ দাজিলিংপাড়া/ পাসিংথেকে থেকে সুংসাং হযে রুমানাপাড়া
দিন-৩ রুমানাপাড়া থেকে রাইক্ষাং
দিন-৪ রাইক্ষাংঝর্না থেকে এনেংপাড়া
দিন-৫ এনেংপাড়া থেকে বগামুখপাড়া
দিন-৬ বগামুখপাড়া-রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক রাতে ট্রেকিং করে দার্জিলিং
দিন-২ দাজিলিংপাড়া - সাইকতপাড়া
দিন-৩ সাইকতপাড়া থেকে রাইক্ষাং
দিন-৪ রাইক্ষাংঝর্না থেকে এনেংপাড়া
দিন-৫ এনেংপাড়া থেকে বগামুখপাড়া
দিন-৬ বগামুখপাড়া-রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক রাতে ট্রেকিং করে দার্জিলিং
দিন-২ দাজিলিংপাড়া - সাইকতপাড়া
দিন-৩ সাইকতপাড়া থেকে রাইক্ষাং
দিন-৪ রাইক্ষাংঝর্না থেকে মংপ্রোপাড়া
দিন-৫ মংপ্রোপাড়া- রুমা
দিন-৬ রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - থানচি- হেডম্যানপাড়া
দিন-২ হেডম্যান - তাজিংডং -বাকলাই-
দিন-৩ বাকলাই- জাদিপাই
দিন-৪ জাদিপাই-বগালেক
দিন-৫ বগালেক-রুমা -বান্দরবান ঢাকা

ট্যুর প্লান -

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক
দিন-২ বগালেক-দাজিলিং-কেওক্রাডং-বাকলাই
দিন-৩ বাকলাই-তাজিনডং-হেডম্যানপাড়া
দিন-৪ হেডম্যান-থানচি-টিন্ডু
দিন-৫ টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান - ১০

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক
দিন-২ বগালেক-দাজিলিং-কেওক্রাডং-বাকলাই
দিন-৩ বাকলাই-তাজিনডং-থানদুইপাড়া-নয়াচরন
দিন-৪ নয়াচরন-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৫ সাজাইপাড়া-আমিয়াখুম-সাতভাইখুম-সাজাইপাড়া
দিন-৬ সাজাইপাড়া-জিন্নাপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৭ রেমাক্রি-বারপাথর-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান - ১১

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক
দিন-২ বগালেক-দাজিলিং-কেওক্রাডং-সুংসাংপাড়া
দিন-৩ সুংসাংপাড়া-বাকলাই
দিন-৪ বাকলাই-তাজিনডং-থানদুইপাড়া-নয়াচরন
দিন-৫ নয়াচরন-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৬ সাজাইপাড়া-আমিয়াখুম-সাতভাইখুম-সাজাইপাড়া দিন-৭ সাজাইপাড়া-জিন্নাপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৮ রেমাক্রি-বারপাথর-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা


Post Credit:  Master Travelers

বিস্কুট/ চিপস/ চানাচুর ইত্যাদির প্যাকেট বা প্লাস্টিকের বোতল, অপচনশিল বস্তু ফেলবেন না যেখানে সেখানে। যেসব পাড়ায় ডাস্টবিন আছে সেখানে ফেলুন। না পারলেপুড়িয়ে ফেলুন



No comments:

Post a Comment