আমি যখন দুবাই নামি অবাক হয়েছি রাস্তা ঘাটে, এদিক সেদিক ইন্ডিয়ান আর পাকিস্তানি দেখে। আমার আসলে আইডিয়াই ছিল না ইউনাইটেড আরব এমিরেটসে এত মাল্টি লিঙ্গুয়াল পিপল থাকবে। কারন এই দেশে যাবার আগে আমি একদমই সেই দেশ নিয়ে পড়ালেখা করার টাইম পাই নাই, গুগল ট্রিপ টিপে টিপে প্লেনে আর এয়ারপোর্টে যা কতটুকু টাইম পেয়েছি জেনেছিলাম। জেনে রাখা ভালো দুবাইতে ৫০ লাখ মানুষ বাস করে যার ২৬ লাখ মানুষ ইন্ডিয়ান। হিন্দি এই দেশের ৩য় ভাষা। ইভেন ট্যাক্সি ড্রাইভারদের সাথেও কথা বলতে আমার ব্যাপক বেগ পেতে হয়েছে, তারা হিন্দি ছাড়া কথা বলবে না, তার উপর ইংরেজিও জানে না। গুগল ম্যাপটাও ঠিক মত চালাতে পারে না। জেনে রাখা ভালো, ইউনাইটেড আরব এমিরেটসে মেসেঞ্জার, হোয়াটসএপ, ভাইবার দিয়ে কল করা যায় না।
আর তাদের রয়েছে সাতটা এমিরেটস, একত্রে ইউনাইটেড আরব এমিরেটস বলে।
১. আবু ধাবি
২. আজমান
৩. দুবাই
৪. ফুজাইরাহ
৫. রাস আল খাইমাহ
৬. শারজাহ
৭. আল-আইন।
শারজাহ থেকে দুবাই আসতে প্রায় ১ ঘন্টা লাগে ট্যাক্সি করে। এয়ারপোর্টে এরাইভাল সাইডে বের হয়েই ট্যাক্সি স্ট্যান্ড আছে। সিরিয়ালি ট্যাক্সি এসে পিক করে নিয়ে যাবে আপনাকে। আপনি শুধু উঠবেন আর বলবেন কই যাবেন। তারা গন্তব্যে নিয়ে যেতে বাধ্য। কারন তাদের ট্যাক্সিতে ভয়েস রেকর্ডার, লাইভ ক্যাম আছে যা তাদের Roads & Transport Authority (RTA) কন্ট্রোল করে সেন্ট্রালি। তাদের ৯ রকমের ট্যাক্সি আছে।
- Airport taxi- These vehicles are exclusive to arriving visitors to Dubai International Airport
- Hatta taxi- This service is provided to residents of City of Hatta however it does have the jurisdiction authority to pick up and drop off customers from Dubai and vice-versa.
- Ladies taxi- This service can be distinguished from other taxis by the vehicle’s Pink Roof Top
- Limousine taxi - DTC Limousine Service is a luxury chauffeur driven vehicle designed to serve the needs of the Tourism Industry clients
- Mashaweer - Mashweer the New Services allows for fully trained and competent drivers (without taxis) to interested parties for a limited period of time.
- Public taxi- This general service is open to all customers who wish to use DTC taxi for all their different travel needs within the UAE.
- SMS taxi service- SMS Taxi Service require the customer to enter the area number shown in the SMS board in a text message (SMS) and sends it to (4774)
- Special needs taxi- Special Needs Taxi service is a highly sophisticated vehicle, equipped and design with travel comfort in mind.
- Taxi rental- DTC offers taxi with driver rental service to travel within Dubai Only by reserving 24 hour in advance via Dispatch Center
উন্নত প্রযুক্তি আর লেটেস্ট মডেলের গাড়ির জন্য এই সার্ভিস খুবই জনপ্রিয়, সেখানে তাই উবার একটি লস প্রজেক্ট। এপের মাঝে Careem একটু জনপ্রিয় কিন্তু গাড়ি কম সেখানে, তাই ট্যাক্সি ইউজ করাটা বুদ্ধিমানের কাজ। ট্যাক্সি ফেয়ার দুবাই, শারজাহ, আবু ধাবিতে একটু বেশিই তুলনামুলক ভাবে ইউরোপের চেয়ে। ওপেনিং ফেয়ার ২৫ দিরহাম দুবাই এয়ারপোর্ট থেকে। এছাড়া লোকালি ১২ দিরহাম ওপেনিং ফেয়ার। এক এমিরেটস থেকে আরেক এমিরেটসে যেতে টোল দেয়া লাগে। যেমন, দুবাই থেকে আবু ধাবি যেতে টোল দেয়া লাগে লেস দ্যান ৩০ দিরহাম। টোলকে তারা আরবিতে বলে সালিক। আর সালিক হল ক্যাশলেস একটা ট্রান্সেকশান। নিজের গাড়ি হলে অবশ্যই সালিক ট্যাগ লাগবে। চিন্তার কোন কারন নেই, সালিক ট্যাগ সব গাড়িতেই থাকে আর ড্রাইভার আপনার সালিক তার বিলের সাথেই যোগ করে দিবে, লেটেস্ট গাড়িগুলোতে সালিক গেইট পার হলেই বিলের সাথে অটো যোগ হয়ে যাবে।
আজকে আমি বলবো দুবাই সিটির হোটেল নিয়ে। যারা এমিরেটসে গিয়েছেন তারা জানেন দুবাইতে ফাইভ স্টার হোটেলে ভরপুর। সব বড় বড় হোটেলের চেইন বিজনেস রয়েছে সেখানে। আমি আমার দেখা ১৫টা ফাইভ স্টার মানের সেরা হোটেলের নাম শেয়ার করবো আজ। দুইটা যায়গায় বেশি হোটেল রয়েছে একটা ল্যান্ডমার্ক হল বুর দুবাই (Bur Dubai), আরেকটা দেইরা (Deira)। এছাড়া দুবাই মলের পাশেই বুর্জ খলিফা, তার আশে পাশেই সব ফাইভ স্টার হোটেলে ভরপুর। এছাড়া শেখ যায়েদ রোড, জুমেইরাহ, পোর্ট সায়েদ, আল রিজ্ঞা, আল বারসা, নাইফ এই যায়গাগুলোতে অনেক হোটেল রয়েছে।
নাম দিয়ে আর জায়গার নাম দিয়ে গুগল ম্যাপ চেক করলেই পেয়ে যাবেন। জেনে রাখা ভালো দুবাইতে গুগল ম্যাপ খুব কাজের। যারা গিয়েছেন তারা হয়ত জানেন, আর যারা সামনে যাবেন তারা খুব উপকার পাবেন যদি গুগল ম্যাপ ইউজ করেন।
হোটেল খুজে বের করা তেমন কোন কষ্টের কাজ নয় সেখানে যদি ম্যাপ আর ট্যাক্সি ইউজ করেন।
১. Taj Dubai- Burj Khalifa Street, Dubai, 8489, United Arab Emirates
২. Roda Al Murooj- Al Saffa Street, Off Sheikh Zayed Road, Opposite to Burj Khaliffa, Dubai, 117546, United Arab Emirates
৩. Fairmont Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, Dubai, United Arab Emirates
৪. Atlantis The Palm, Dubai, United Arab Emirates- Crescent Road, The Palm, Dubai, United Arab Emirates
৫. Armani Hotel Dubai, Dubai, United Arab Emirates- Burj Khalifa, Mohamed Bin Rashid Blvd, Dubai, 888333, United Arab Emirates
৬. Millennium Plaza Hotel Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, Dubai, 191055, United Arab Emirates
৭. JA Oasis Beach Tower, Dubai, United Arab Emirates- The Walk, Jumeirah Beach Residence, Dubai Marina, Dubai, United Arab Emirates
৮. Dubai Marine Beach Resort & Spa, Dubai, United Arab Emirates- Jumierah Beach Road, P.o. Box 5182, Dubai, 00000, United Arab Emirates
৯. Hyatt Regency Dubai, Dubai, United Arab Emirates- Deira Corniche Alkhaleej Road, Dubai, United Arab Emirates
১০. Park Regis Kris Kin Hotel Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Khalifah Bin Zayed Street, Opp. Burjuman Centre, Dubai, 8264, United Arab Emirates
১১. Shangri La Hotel Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, P.o. Box 75880, Dubai, 0000, United Arab Emirates
১২. FIVE Palm Jumeirah Dubai, Dubai, United Arab Emirates- No. 1 The Palm, Palm Jumeirah, Dubai, United Arab Emirates
১৩. JA Ocean View Hotel, Dubai, United Arab Emirates- The Walk Jbr, Dubai, 26500, United Arab Emirates
১৪. One&Only Royal Mirage, Dubai, United Arab Emirates- King Salman bin Abdul Aziz Al Saud St, Jumeirah Beach, Dubai, United Arab Emirates
১৫. Jumeirah Mina A Salam - Madinat Jumeirah, Dubai, United Arab Emirates- Madinat Jumeirah, Al Sufouh Rd, Dubai, United Arab Emirates
হয়ত মনে ধারনা জমেছে ফাইভ স্টার হোটেল ছাড়া বুঝি দুবাইতে থাকার জায়গা নেই? হ্যা কথা কিছুটা সত্য। ফাইভ স্টার অথবা ফোর স্টার হোটেল অনেক, সেখানে থ্রী স্টার লেভেলের হোটেল বের করা কিছুটা কষ্টের। তবে তার জন্য আপনি আগোডা ডট কম অথবা বুকিং ডট কম থেকে সাহায্য নিতে পারেন, দাম যাচাই করতে পারেন, আবার বুক করে নিশিন্তে ভ্রমন করতে পারেন।
আর যারা এমিরেটস এয়ারওয়েজে যাবেন তারা এমিরেটস হলিডেজ থেকেই সব সার্ভিস পাবেন। তারাই ভিসা, টিকেটিং, হোটেল বুকিং সবই করে দিবে।
এমিরেটস হলিডেজের কিছু প্রেফারড হোটেল আছে দেখে নিতে পারেন
১. Grand Excelsior Hotel Deira- Deira | Al Muteena Street P.O. BOX 5772
২. Ibis Al Rigga- Deira | Al Rigga Road, Deira, Dubai
৩. Copthorne Dubai Hotel- Deira | PORT SAEED - DEIRA PO BOX 119311 DUBAI UNITED AR
৪. Landmark Grand Hotel- Deira | Al Riqqa, Opposite Al Ghuriar City, Dubai
এগুলো পার নাইট ২৮০-৩১৫ ডলারের হোটেল ৪ স্টার মানের। তবে আপনি যদি আরো চিপে থাকতে চান তো দেইরাতে (Deira) অনেক ইন্ডিয়ান হোটেল আছে সেগুলোতে থাকতে পারেন। আগেই বলেছি আমি দুবাইতে ৫০ লাখ মানুষের মাঝে ২৬ লাখই ইন্ডিয়ান। অনেক ইউরোপিয়ানরা Deira-তেই আশে পাশে থাকেন, তবে Deira সিটি সেন্টার অথবা আল রিজ্ঞার আশে পাশে অনেক চিপ হোটেল আছে থ্রি স্টার মানের, এছাড়া এই দুই যায়গাতেই দুবাই মেট্রো লিঙ্ক আছে।
অনেকেই মেট্রোতে চড়তে পছন্দ করেন চিপ ফেয়ারের কারনে। সো এই ল্যান্ডমার্কগুলো লাইক করবেন আশা করি। এছাড়া কিছু থ্রি স্টার মানের ১৫ টা ভালো হোটেলের নাম আর ঠিকানা দিচ্ছি কাজে লাগতে পারে।
১. Rove City Centre, Dubai, United Arab Emirates- 24 19b Street, Port Saeed, Dubai, United Arab Emirates
২. Golden Sands Hotel Apartments, Dubai, United Arab Emirates- Al MankhoolRoad Bur Dubai, Post Box 9168, Dubai, United Arab Emirates
৩. Rove Downtown Dubai, Dubai, United Arab Emirates- 312 Happiness Street, Dubai, United Arab Emirates
৪. The Apartments Dubai World Trade Centre, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, P.O. Box 9229, Dubai, United Arab Emirates
৫. Gateway Hotel, Dubai, United Arab Emirates- Al Nahdha Street, Khalid Bin Al Waleed, Road, Al Souqe Al Kabeer, Dubai, United Arab Emirates
৬. Al Khoory Executive Hotel, Dubai, United Arab Emirates- Al Wasl Area, Opposite Iranian Hospital, Dubai, United Arab Emirates
৭. ibis One Central Hotel, Dubai, United Arab Emirates- Trade Centre District, Dubai, 9622, United Arab Emirates
৮. Rove Trade Centre, Dubai, United Arab Emirates- 2nd December Road, Jafiliya, Trade Centre, Dubai, 119444, United Arab Emirates
৯. ibis Deira City Centre, Dubai, United Arab Emirates- 8thStr Port Saeed District F, Dubai, 0, United Arab Emirates
১০. Premier Inn Dubai Silicon Oasis, Dubai, United Arab Emirates- Silicon Oasis,Po Box 35118, Dubai, United Arab Emirates
১১. ibis Al Rigga, Dubai, United Arab Emirates- Al Rigga Road, Deira,Po Box 186878, Dubai, United Arab Emirates
১২. ibisDubai Mall of the Emirates Hotel, Dubai, United Arab Emirates- 2 A Street, Al Barsha, Mall of the Emirates, Dubai, 0, United Arab Emirates
১৩. ibis Styles DragonMart Dubai , Dubai, United Arab Emirates- Al Awir Road E44 on Hatta Road, Dubai, 68278, United Arab Emirates
১৪. Orient Guest House, Dubai, United Arab Emirates- Al Fahidi Street, Bastakiya Area, Dubai, United Arab Emirates
১৫.Naif view Hotel By Gemstones, Dubai, United Arab Emirates- Naif Road, Deira, Dubai, 83163, United Arab Emirates
আরো হোটেলের প্রেফারেন্স থাকলে আগোডা ডট কম অথবা বুকিং ডট কমে দেখতে পারেন।
নাম দিয়ে আর জায়গার নাম দিয়ে গুগল ম্যাপ চেক করলেই পেয়ে যাবেন। জেনে রাখা ভালো দুবাইতে গুগল ম্যাপ খুব কাজের। যারা গিয়েছেন তারা হয়ত জানেন, আর যারা সামনে যাবেন তারা খুব উপকার পাবেন যদি গুগল ম্যাপ ইউজ করেন।
হোটেল খুজে বের করা তেমন কোন কষ্টের কাজ নয় সেখানে যদি ম্যাপ আর ট্যাক্সি ইউজ করেন।
১. Taj Dubai- Burj Khalifa Street, Dubai, 8489, United Arab Emirates
২. Roda Al Murooj- Al Saffa Street, Off Sheikh Zayed Road, Opposite to Burj Khaliffa, Dubai, 117546, United Arab Emirates
৩. Fairmont Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, Dubai, United Arab Emirates
৪. Atlantis The Palm, Dubai, United Arab Emirates- Crescent Road, The Palm, Dubai, United Arab Emirates
৫. Armani Hotel Dubai, Dubai, United Arab Emirates- Burj Khalifa, Mohamed Bin Rashid Blvd, Dubai, 888333, United Arab Emirates
৬. Millennium Plaza Hotel Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, Dubai, 191055, United Arab Emirates
৭. JA Oasis Beach Tower, Dubai, United Arab Emirates- The Walk, Jumeirah Beach Residence, Dubai Marina, Dubai, United Arab Emirates
৮. Dubai Marine Beach Resort & Spa, Dubai, United Arab Emirates- Jumierah Beach Road, P.o. Box 5182, Dubai, 00000, United Arab Emirates
৯. Hyatt Regency Dubai, Dubai, United Arab Emirates- Deira Corniche Alkhaleej Road, Dubai, United Arab Emirates
১০. Park Regis Kris Kin Hotel Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Khalifah Bin Zayed Street, Opp. Burjuman Centre, Dubai, 8264, United Arab Emirates
১১. Shangri La Hotel Dubai, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, P.o. Box 75880, Dubai, 0000, United Arab Emirates
১২. FIVE Palm Jumeirah Dubai, Dubai, United Arab Emirates- No. 1 The Palm, Palm Jumeirah, Dubai, United Arab Emirates
১৩. JA Ocean View Hotel, Dubai, United Arab Emirates- The Walk Jbr, Dubai, 26500, United Arab Emirates
১৪. One&Only Royal Mirage, Dubai, United Arab Emirates- King Salman bin Abdul Aziz Al Saud St, Jumeirah Beach, Dubai, United Arab Emirates
১৫. Jumeirah Mina A Salam - Madinat Jumeirah, Dubai, United Arab Emirates- Madinat Jumeirah, Al Sufouh Rd, Dubai, United Arab Emirates
হয়ত মনে ধারনা জমেছে ফাইভ স্টার হোটেল ছাড়া বুঝি দুবাইতে থাকার জায়গা নেই? হ্যা কথা কিছুটা সত্য। ফাইভ স্টার অথবা ফোর স্টার হোটেল অনেক, সেখানে থ্রী স্টার লেভেলের হোটেল বের করা কিছুটা কষ্টের। তবে তার জন্য আপনি আগোডা ডট কম অথবা বুকিং ডট কম থেকে সাহায্য নিতে পারেন, দাম যাচাই করতে পারেন, আবার বুক করে নিশিন্তে ভ্রমন করতে পারেন।
আর যারা এমিরেটস এয়ারওয়েজে যাবেন তারা এমিরেটস হলিডেজ থেকেই সব সার্ভিস পাবেন। তারাই ভিসা, টিকেটিং, হোটেল বুকিং সবই করে দিবে।
এমিরেটস হলিডেজের কিছু প্রেফারড হোটেল আছে দেখে নিতে পারেন
১. Grand Excelsior Hotel Deira- Deira | Al Muteena Street P.O. BOX 5772
২. Ibis Al Rigga- Deira | Al Rigga Road, Deira, Dubai
৩. Copthorne Dubai Hotel- Deira | PORT SAEED - DEIRA PO BOX 119311 DUBAI UNITED AR
৪. Landmark Grand Hotel- Deira | Al Riqqa, Opposite Al Ghuriar City, Dubai
এগুলো পার নাইট ২৮০-৩১৫ ডলারের হোটেল ৪ স্টার মানের। তবে আপনি যদি আরো চিপে থাকতে চান তো দেইরাতে (Deira) অনেক ইন্ডিয়ান হোটেল আছে সেগুলোতে থাকতে পারেন। আগেই বলেছি আমি দুবাইতে ৫০ লাখ মানুষের মাঝে ২৬ লাখই ইন্ডিয়ান। অনেক ইউরোপিয়ানরা Deira-তেই আশে পাশে থাকেন, তবে Deira সিটি সেন্টার অথবা আল রিজ্ঞার আশে পাশে অনেক চিপ হোটেল আছে থ্রি স্টার মানের, এছাড়া এই দুই যায়গাতেই দুবাই মেট্রো লিঙ্ক আছে।
অনেকেই মেট্রোতে চড়তে পছন্দ করেন চিপ ফেয়ারের কারনে। সো এই ল্যান্ডমার্কগুলো লাইক করবেন আশা করি। এছাড়া কিছু থ্রি স্টার মানের ১৫ টা ভালো হোটেলের নাম আর ঠিকানা দিচ্ছি কাজে লাগতে পারে।
১. Rove City Centre, Dubai, United Arab Emirates- 24 19b Street, Port Saeed, Dubai, United Arab Emirates
২. Golden Sands Hotel Apartments, Dubai, United Arab Emirates- Al Mankhool
৩. Rove Downtown Dubai, Dubai, United Arab Emirates- 312 Happiness Street, Dubai, United Arab Emirates
৪. The Apartments Dubai World Trade Centre, Dubai, United Arab Emirates- Sheikh Zayed Road, P.O. Box 9229, Dubai, United Arab Emirates
৫. Gateway Hotel, Dubai, United Arab Emirates- Al Nahdha Street, Khalid Bin Al Waleed, Road, Al Souqe Al Kabeer, Dubai, United Arab Emirates
৬. Al Khoory Executive Hotel, Dubai, United Arab Emirates- Al Wasl Area, Opposite Iranian Hospital, Dubai, United Arab Emirates
৭. ibis One Central Hotel, Dubai, United Arab Emirates- Trade Centre District, Dubai, 9622, United Arab Emirates
৮. Rove Trade Centre, Dubai, United Arab Emirates- 2nd December Road, Jafiliya, Trade Centre, Dubai, 119444, United Arab Emirates
৯. ibis Deira City Centre, Dubai, United Arab Emirates- 8th
১০. Premier Inn Dubai Silicon Oasis, Dubai, United Arab Emirates- Silicon Oasis,
১১. ibis Al Rigga, Dubai, United Arab Emirates- Al Rigga Road, Deira,
১২. ibis
১৩. ibis Styles Dragon
১৪. Orient Guest House, Dubai, United Arab Emirates- Al Fahidi Street, Bastakiya Area, Dubai, United Arab Emirates
১৫.
আরো হোটেলের প্রেফারেন্স থাকলে আগোডা ডট কম অথবা বুকিং ডট কমে দেখতে পারেন।
আজকে আমার আলোচনা দুবাই মেট্রো নিয়ে। দুবাইকে ট্রান্সপোর্টে এগিয়ে নিয়ে গিয়েছে এই মেট্রো রেল লিঙ্ক। জ্যামকে তারা টাটা গুডবাই জানিয়েছে সেই ২০০৯ সালেই। আল ঘুরাইর গ্রুপ হল এই মেট্রো বিল্ডার, আর সেই সময় এই প্রজেক্ট ওপেন করেন দুবাই সিটির শাসক মোহাম্মাদ বিন রশিদ আল মাক্তুম।
সবচেয়ে আধুনিক আর অটোমেশানের সংমিশ্রণে এই রেল সিস্টেম। মেট্রো বগিতে গোল্ড ক্লাস, মহিলা আর বাচ্চাদের রয়েছে আলাদা স্থান।
এছাড়া রয়েছেঃ
১. ওয়াইফাই অন মুভ
২. ৩০০০+ সিসি ক্যাম
৩. ডেডিকেটেড মেট্রো পুলিশ
৪. ইমারজেন্সি কল বক্স
৫. রেডিও লিঙ্ক
এছাড়াও রয়েছে Tactile Guidance Path যা দেখে যে কেউ মেট্রো রেলে ছবি সহকারে গাইডলাইন পাবে। লিফট সুবিধা ছাড়াও রয়েছে Wheelchair Access, Platform Alerts, বড় বড় Informative Displays বোর্ড।
আসুন ম্যাপ দেখে নেই-
এখানে কিছু রুলস রয়েছে মেট্রো রেলে চড়ার, যেগুলাকে বলে এটিক্যাট। যেমনঃ
১. ধাক্কা ধাক্কি করবেন না
২. নিজের একটা পার্সোনাল স্পেস বজায় রাখবেন
৩. অপরকে যায়গা দিবেন, কেউ জোরে হেটে গেলে তাকে যায়গা করে দিবেন
৪. রেল আসলে হুড়াহুড়ি না করে, আগে নামতে দিতে হবে, তারপর উঠতে হবে।
আর একটা ব্যাগেজ পলিসি রয়েছে যা হল ২ টা সুটকেইস আপনি বহন করতে পারবেন যেগুলোর সাইজ হল-
১. 1 x Large Suitcase (Dimensions should not exceed 81cm x 58cm x 30cm)
২. 1 x Small Suitcase (Dimensions should not exceed 55cm x 38cm x 20cm)
মেট্রো রেলের কিছু জরিমানার কথা জেনে রাখা ভালো, যারা দুবাই ঘুরতে যাবেন এগুলো মাথায় রাখবেন।
১. টিকেট আর মেট্রো NOI (The Nol Card is an electronicticketing card that was released in for all mode of public transport in Dubai services ) কার্ড আর ফেয়ার নিয়ে টেম্পারিং করলে ২০০ দিরহাম জরিমানা
২. নকল NOI কার্ড ইউজ করলে ৫০০ দিরহাম জরিমানা
৩. রেস্ট্রিক্টেড এরিয়াতে গেলে ১০০ দিরহাম জরিমানা
৪. নন প্যাসেঞ্জার এরিয়াতে দাড়ালে/বসলে ১০০ দিরহাম জরিমানা
৫. সিটের উপর পা রাখলে ১০০ দিরহাম জরিমানা
৬. কিছু বিক্রি/মার্কেটিং করলে ২০০ দিরহাম জরিমানা
৭. পাবলিক ট্রান্সপোর্টের অথোরাইজড ব্যাক্তির সাথে ঝামেলা পাকালে ২০০ দিরহাম জরিমানা
৮. মহিলা বা বাচ্চাদের বসার জায়গায় পুরুষ কেউ বসলেই ১০০ দিরহাম জরিমানা
৯. যে জায়গায় খাওয়া দাওয়া করতে মানা, সেখানে খাওয়া দাওয়া করলে ১০০ দিরহাম জরিমানা
১০. প্যাসেঞ্জার শেলটার এরিয়াতে ঘুমালে ৩০০ দিরহাম জরিমানা
১১. পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের কোন জিনিষ নষ্ট করলে প্রমান পেলেই ২০০০ দিরহাম জরিমানা
১২. নন পার্কিং এরিয়াতে পার্কিং করলে/যেখানে পাবলিক ট্রান্সপোর্ট পার্কিং করে সেখানে আপনি গাড়ী পার্কিং করলেই ডেইলি ১০০ দিরহাম আর সর্বোচ্চ ১০০০ দিরহাম জরিমানা
১৩. পোষা প্রানি নিয়ে উঠা যাবেন না, নতুবা ১০০ দিরহাম জরিমানা, তবে যারা অন্ধ তারা গাইড কুকুর নিয়ে উঠতে পারবে
১৪. বমি করে দিলে ২০০ দিরহাম জরিমানা পরিষ্কার করার জন্য। আর নিজেকেই পরিষ্কার করা লাগবে।
১৫. পাবলিক প্লেসে, রেলের ভিতর, প্যাসেঞ্জার এরিয়াতে স্মোকিং করলেই ২০০ দিরহাম জরিমানা
১৬. লিফট মিস ইউজ করলে, লাফ দিয়ে নামলে/উঠলে, চলন্ত রেলের বগি ওপেন করার ট্রাই করলে ১০০ দিরহাম জরিমানা
১৭. ড্রাইভারের সাথে পাকনামি করলে ২০০ দিরহাম জরিমানা
১৮. মদ, গাজা, ইয়াবা, আইস নিয়ে উঠলে ৫০০ দিরহাম জরিমানা
১৯. বন্দুক, শার্প চাকু, দাহ্য কিছু নিয়ে উঠলেই ১০০ দিরহাম জরিমানা
২০. ইমার্জেন্সি নয় এমন সময় সেইফটি টুলকিট ব্যবহার করে গুতাগুতি করলে ২০০০ দিরহাম জরিমানা।
দুবাই মেট্রোরেল ২ ধরনের, জেনে রাখা ভালো।
১. রেড লাইন UAE Exchange to Rashidiya পর্যন্ত চলে
Saturday To Wednesday 5:00 am - 12:00 am পর্যন্ত চলে
Thursday 5:00 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
Friday 10:00 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
২. গ্রিন লাইন Etisalat to Creek পর্যন্ত চলে
Saturday To Wednesday 5:30 am - 12:00 am পর্যন্ত চলে
Thursday 5:30 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
Friday 10:00 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
RTA Dubai App ইউজ করে আপনিও পাবলিক ট্রান্সপোর্ট খুব সহজে ব্যবহার করতে পারেন দুবাইতে।
সবচেয়ে আধুনিক আর অটোমেশানের সংমিশ্রণে এই রেল সিস্টেম। মেট্রো বগিতে গোল্ড ক্লাস, মহিলা আর বাচ্চাদের রয়েছে আলাদা স্থান।
এছাড়া রয়েছেঃ
১. ওয়াইফাই অন মুভ
২. ৩০০০+ সিসি ক্যাম
৩. ডেডিকেটেড মেট্রো পুলিশ
৪. ইমারজেন্সি কল বক্স
৫. রেডিও লিঙ্ক
এছাড়াও রয়েছে Tactile Guidance Path যা দেখে যে কেউ মেট্রো রেলে ছবি সহকারে গাইডলাইন পাবে। লিফট সুবিধা ছাড়াও রয়েছে Wheelchair Access, Platform Alerts, বড় বড় Informative Displays বোর্ড।
আসুন ম্যাপ দেখে নেই-
এখানে কিছু রুলস রয়েছে মেট্রো রেলে চড়ার, যেগুলাকে বলে এটিক্যাট। যেমনঃ
১. ধাক্কা ধাক্কি করবেন না
২. নিজের একটা পার্সোনাল স্পেস বজায় রাখবেন
৩. অপরকে যায়গা দিবেন, কেউ জোরে হেটে গেলে তাকে যায়গা করে দিবেন
৪. রেল আসলে হুড়াহুড়ি না করে, আগে নামতে দিতে হবে, তারপর উঠতে হবে।
আর একটা ব্যাগেজ পলিসি রয়েছে যা হল ২ টা সুটকেইস আপনি বহন করতে পারবেন যেগুলোর সাইজ হল-
১. 1 x Large Suitcase (Dimensions should not exceed 81cm x 58cm x 30cm)
২. 1 x Small Suitcase (Dimensions should not exceed 55cm x 38cm x 20cm)
মেট্রো রেলের কিছু জরিমানার কথা জেনে রাখা ভালো, যারা দুবাই ঘুরতে যাবেন এগুলো মাথায় রাখবেন।
১. টিকেট আর মেট্রো NOI (The Nol Card is an electronic
২. নকল NOI কার্ড ইউজ করলে ৫০০ দিরহাম জরিমানা
৩. রেস্ট্রিক্টেড এরিয়াতে গেলে ১০০ দিরহাম জরিমানা
৪. নন প্যাসেঞ্জার এরিয়াতে দাড়ালে/বসলে ১০০ দিরহাম জরিমানা
৫. সিটের উপর পা রাখলে ১০০ দিরহাম জরিমানা
৬. কিছু বিক্রি/মার্কেটিং করলে ২০০ দিরহাম জরিমানা
৭. পাবলিক ট্রান্সপোর্টের অথোরাইজড ব্যাক্তির সাথে ঝামেলা পাকালে ২০০ দিরহাম জরিমানা
৮. মহিলা বা বাচ্চাদের বসার জায়গায় পুরুষ কেউ বসলেই ১০০ দিরহাম জরিমানা
৯. যে জায়গায় খাওয়া দাওয়া করতে মানা, সেখানে খাওয়া দাওয়া করলে ১০০ দিরহাম জরিমানা
১০. প্যাসেঞ্জার শেলটার এরিয়াতে ঘুমালে ৩০০ দিরহাম জরিমানা
১১. পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের কোন জিনিষ নষ্ট করলে প্রমান পেলেই ২০০০ দিরহাম জরিমানা
১২. নন পার্কিং এরিয়াতে পার্কিং করলে/যেখানে পাবলিক ট্রান্সপোর্ট পার্কিং করে সেখানে আপনি গাড়ী পার্কিং করলেই ডেইলি ১০০ দিরহাম আর সর্বোচ্চ ১০০০ দিরহাম জরিমানা
১৩. পোষা প্রানি নিয়ে উঠা যাবেন না, নতুবা ১০০ দিরহাম জরিমানা, তবে যারা অন্ধ তারা গাইড কুকুর নিয়ে উঠতে পারবে
১৪. বমি করে দিলে ২০০ দিরহাম জরিমানা পরিষ্কার করার জন্য। আর নিজেকেই পরিষ্কার করা লাগবে।
১৫. পাবলিক প্লেসে, রেলের ভিতর, প্যাসেঞ্জার এরিয়াতে স্মোকিং করলেই ২০০ দিরহাম জরিমানা
১৬. লিফট মিস ইউজ করলে, লাফ দিয়ে নামলে/উঠলে, চলন্ত রেলের বগি ওপেন করার ট্রাই করলে ১০০ দিরহাম জরিমানা
১৭. ড্রাইভারের সাথে পাকনামি করলে ২০০ দিরহাম জরিমানা
১৮. মদ, গাজা, ইয়াবা, আইস নিয়ে উঠলে ৫০০ দিরহাম জরিমানা
১৯. বন্দুক, শার্প চাকু, দাহ্য কিছু নিয়ে উঠলেই ১০০ দিরহাম জরিমানা
২০. ইমার্জেন্সি নয় এমন সময় সেইফটি টুলকিট ব্যবহার করে গুতাগুতি করলে ২০০০ দিরহাম জরিমানা।
দুবাই মেট্রোরেল ২ ধরনের, জেনে রাখা ভালো।
১. রেড লাইন UAE Exchange to Rashidiya পর্যন্ত চলে
Saturday To Wednesday 5:00 am - 12:00 am পর্যন্ত চলে
Thursday 5:00 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
Friday 10:00 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
২. গ্রিন লাইন Etisalat to Creek পর্যন্ত চলে
Saturday To Wednesday 5:30 am - 12:00 am পর্যন্ত চলে
Thursday 5:30 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
Friday 10:00 am - 1:00 am (The next day) পর্যন্ত চলে
RTA Dubai App ইউজ করে আপনিও পাবলিক ট্রান্সপোর্ট খুব সহজে ব্যবহার করতে পারেন দুবাইতে।
You can get now get this app : FIFA 16 Apk
ReplyDelete